প্রতিষ্ঠানের ইতিহাস

এলাকায়  প্রায় ১০০০০ লোকের  বসবাস  অথচ ৮/১০ কিলোমিটারের  মধ্যে  কোন  মাধ্যমিক বিদ্যালয়  না  থাকায়  ছেলে-মেয়েরা   বিশেষ   করে   মেয়েরা  মাধ্যমিক  সহ  উচ্চ  শিক্ষার  আলো  থেকে  বঞ্চিত  । এমত   অবস্থায়   এলাকার   জ্ঞ্যানী  বিদ্যোৎসাহী  ব্যক্তিদের  উদ্যোগে ১৯৬২ সালে   বিদ্যালয়টি স্থাপিত  হয় ।  এলাকার  নাম   অনুসারে   বিদ্যালয়ের   নাম  রাখা   হয়  “ হিজলী    সোনাপুর “ এলাকার লোকজন   বাশ  ,কাঠ,  টিন  এবং  অর্থ  দিয়ে  বিদ্যালয়  ঘর নির্মাণ করে প্রাথমিক যাত্রা  শুরু করেন এব  এলাকার  প্রথম  বিএ  পাশ  মোঃ আমজাদ হোসেন, মোঃ  জমির  উদ্দিন প্রাং,  অর্ধশিক্ষিত  মোঃ  আজিম  উদ্দিন মন্ডল,  মোঃ   ইউসুফ  আলী,  মোঃ  শুকুর   আলী , মোঃ  জসীম   উদ্দীন্‌   নিঃস্বার্থ  ভাবে   শিক্ষক   হিসাবে শ্রম  দিতে  থাকেন ।  এভাবে  বিভিন্ন  সময়  ভাঙ্গা-গড়ার  মধ্যদিয়ে  চলতে   চলতে  ১৯৮৫ সালে  এলাকার  সম্মানী  ব্যক্তি  হাজী   মোঃ  ইসমাইল  হোসেন  সাহেবের  সভাপতিত্বে এবং এলাকার  গন্যমান্য  ব্যক্তিদের  বিশেষ করে  জনাব মোঃ  শাহআলম সরকার, মোঃ আঃ সাত্তার মোল্লা ,মোঃ শাহজাহান  আলী প্রাং  মোঃ শাহাদত  হোসেন মুন্সী  এদের সহযোগীতায়  বিদ্যালয়টি  পুনরায়  পুরা  উদ্যোমে  চালু করা হয় ।  পরবর্তিতে  সভাপতি  সাহেব  বিদ্যালয়  গড়ার ক্ষেত্রে  কামাল  পুর,  ঈশ্বরদী পাবনা থেকে  আগত মোঃ শরীফ  উদ্দিন  কে  ০১। ১। ১৯৯১  ইং  তারিখে   প্রধান   শিক্ষক  হিসাবে  নিয়োগ  প্রদান   করেন । প্রধান  শিক্ষক  সাহেব  এলাকার  বিদ্যোৎসাহী  ব্যক্তিদের  নিকট  থেকে  প্রয়োজনীয়  পরিমাণ  জমি  বিদ্যালয়ের নামে রেজিষ্ট্রী  করান এবং  পরবর্তি  ০১-০১-১৯৯২  ইং তারিখে  সহকারী শিক্ষক হিসাবে  মোঃ  মোস্তানুর  রহমান,  মোহাম্মদ  আলী  সারকার,মৌঃ মোঃ  আঃ মান্নান, মোঃ  মজিবুর   রহমান  মোঃ মহিদুল ইসলাম,  মোঃ  গোলাম মোস্তফা (জুনিয়র শিঃ), মোঃ  ইউসুফ  আলী  (জুনিয়র শিঃ), মোঃ  জসীম  উদ্দীন  (অফিস সহকারী),  মোঃ  হাবিল   উদ্দিন  (দপ্তরী)  মোঃ  আঃ  জলিল  (পিওন)  মোছাঃ শরীফা খা তুন   (আয়া)এবং  ০৫-০১-১৯৯৩   ইং  তারিখে   মোঃ   ছবেদ   আলী   (বি এসসি-গণিত), ৩-৪-১৯৯৩ ইং তারিখ মোঃ জালাল উদ্দিন, এবং মোঃ সাইফুল ইসলাম  কে  নিয়োগ   প্রদান   করেন এবং একাডেমীক স্বীকৃতির জন্য  প্রয়োজনীয় তথ্যাদী  রাজশাহী  শিক্ষা বোর্ডে প্রেরন করেন  ফলে   ১৯৯৪ ইং সালে  ০১-০১-১৯৯২ ইং হতে একাডেমিক স্বীকৃতি ও  বিজ্ঞান বিভাগ  সহ  নবম   শ্রেণী   অনুমোদ   লাভ করে  ১৯৯৪  ইং সালে ১৪৪ জন  ছাত্র/ছাত্রী  এস  এস  সি  পরীক্ষায়  অংশ  গ্রহণ  করে  । এরপর  প্রধান শিক্ষক   সাহেব  পদত্যাগ  করে  তার  নিজ এলাকায় চলেযান ফলে বিদ্যালয় পরিচালনা কমিটি সহকারী শিক্ষক  জনাব  মোহাম্মদ  আলী  সারকার  কে প্রধান  শিক্ষক নিয়োগ প্রদান করেন এবং বিধি মোতাবেক উপজেলা  নির্বাহী  অফিসারের মাধ্যমে সকল শিক্ষক-কর্মচারীকে বৈধকরন করান ।বিদ্যালয়ের ফলাফল সন্তোষ জনক হওয়ায় ১-৬-১৯৯৫ ইং থেকে এম,পি ও  ভুক্ত  হয়।