নাটোর জেলা শহর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে , কাদিরাবাদ ক্যান্ট থেকে ৫ কিলোমিটার উত্তরে এবং বাগাতী পাড়া উপজেলা থেকে ৬ কিলোমিটার পূর্বে হিজলী সোনাপুর গ্রাম এলাকায় অপরুপ প্রাকৃতিক পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত ।বিদ্যালয়টি সীমানা প্রাচীর দ্বারা বেষ্টিত এক বিশাল খেলার মাঠের দক্ষিণ প্রান্তে নির্মিত দ্বিতল ভবন । প্রাচীর সংলগ্ন উপজেলাগামী পাকা রাস্তা, ১৫০ মিটার দূরে বাজার এবং বাজারের পাশ দিয়ে নাটোর শহর -কাদিক্যান্ট পাকা রাস্তা। বিদ্যালয় মাঠের পশ্চিম প্রান্তে সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ-পূর্বকোণে বি,এম কলেজ। বিদ্যালয়ের দক্ষিণে খোলা ফসলের মাঠ । এমন মনোরম পরিবেশ যাহা ছাত্র-ছাত্রীদের উপস্থিতির ক্ষেত্রে আকর্ষণ সৃষ্টি করে ।